ব্লাগার সাইটের জন্য কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন। how to create a sitemap
আস্সালামু আলাইকুম! কেমন আছেন সবাই আশাকরি ভালো আছেন? EarningLive এর আরো একটি নতুন টিউনে আপনাকে স্বাগতম।আজকের এই টিউনটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ব্লগ ওয়েবসাইট ব্যবহার করেন তাদের জন্য। আজকের এই টিউনের আপনাদেরকে দেখাবো, কিভাবে আপনি আপার ব্লাগার সাইটের জন্য সাইটম্যাপ তৈরি করবেন। how to create a sitemap
ব্লাগার সাইটের জন্য কিভাবে সাইটম্যাপ তৈরি করবেন। |
What is Sitemap - সাইটম্যাপ কি?
আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকেন তারা নিশ্চয় Sitemap (সাইটম্যাপ) এর নাম শুনেছেন। সাইটম্যাপ হলো একটি ওয়েবসাইটের ফাইল/মানচিত্র।যার সাহায্যে আপনার ওয়েবসাইটের পোস্ট গুলো google, bing, yandex এর মতন সার্চইঞ্জিনে দেখাতে সাহায্য করে।অর্থাৎ সহজ ভাষায় বলতে সাইম্যাপ হলো একটি মানচিত্রের মতো। আপনার কাছে যদি একটি মানচিত্র থাকে তাহলে আপনি খুব সহজেই মানচিত্র দেখে রাস্তা খুঁজে পেতে পারেন। ঠিক তেমনি সার্চ ইঞ্জিলের কাছেও একটি সাইটম্যাপ রয়েছে। যাতে আপনার ওয়েব সাইটে যাবতীয় তথ্য সংগ্রহ করা সহজ হয়।একটি ওয়েবসাইট বিভিন্ন কন্টেন্ট ব্লগ ডেসক্রিপশন ট্যাগ টাইলে ইত্যাদি নিয়েই সাইটম্যাপ গঠিত হয়। সাইটম্যাপকে সাধারণত xml সাইটম্যাপ বলা হয়।
একটি ওয়েবসাইটের জন্য সাইটম্যাপ কেন গুরুত্বপূর্ণ?
ব্লগ সাইটের জন্য একটি সাইটম্যাপ তৈরি করা জুরুরি আর না হয় আপনার পোস্ট গুলো গুগল সার্চইঞ্জিনে পাবেন না। সাইটম্যাপ তৈরি করলে আপনাদের ওয়বসাইটের সকল পোস্ট গুলো সহজে খুজে পাবেন। গুগল সার্চইঞ্জিন আপনার সাইটের বিষয়ে জানতে পারে ও গুগলের প্রথম পেজে আপনার ওয়েবসাইট নিয়ে আসতে সাহায্য করে। তাই একটি ওয়েব সাইটের জন্য সাইটম্যাপ তৈরি করা খবই জরুরি কারণ তাদের ২-১ টা পোস্ট গুগোল খুঁজে নিলেও সব পোস্ট সহজে খুজে উঠতে পারেনা তাই ব্লগের জন্য সাইটম্যাপ তৈরি করা আবশ্যক।
কিভাবে ওয়েবসাইটের জন্য সাইটম্যাপ তৈরি করবেন?
আশাকরি সাইটম্যাপ কি বুঝতে পেরেছেন। এখন সাইটম্যাপ তৈরি করা খুব সহজ। কারণ এখন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ফ্রিতে আপনি আপনার ওয়েবসাইটের জন্য সাইটম্যাপ তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে সাইম্যাপ তৈরি করতে হয়।
আপনার ওয়েবসাইটের জন্য সাইম্যাপ তৈরি করতে প্রথমেই একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 👉ওয়েবসাইট👈
১ম ধাপঃ- ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে আপনি আপনার ওয়েবসাইটের url লিংকটি দিয়ে Generate XML sitemaps ক্লিক করুন তারপর নিচের মার্ক করা জায়গটি কপি করে নিন।
৩য় ধাপঃ- নিচের স্ক্রিনশট অনুযায়ী মার্ক করা সবটুকু লেখা কপি করে নিন।
৪র্থ ধাপঃ- এবার আপনি ব্লগার ড্যাসবোর্ড থেকে Setting অপসনে যান তারপর স্ক্রুল করে নিচে যান দেখবেন Custom robots.txt নামে একটি অপসন পাবেন এখানে কপি করা লেখাটি পেস্ট করুন ঠিক নিচের স্ক্রিনশট অনুযায়ী।
ব্যাস আপনার কাজ শেষ এবার গুগল সার্চ ইঞ্জিন আপনার পোস্ট গুলোকে দেখা শুরু করবে এবং গুগলে আপনার পোস্ট গুলোকে শো করাবে প্রতিদিন অর্গানিক আসতে আসতে শুরু করবে আপনার ওয়েবসাইটে।
সো আশাকরি আজকের টিউন আপনাদের ভালো লাগার পাশাপাশি কাজেও লেগেছে। আর টিউনটি পড়ে কেউ যদি না বুঝে থাকেন কিভাবে সাইটম্যাপ তৈরি করতে হয়? তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। ইনশা-আল্লাহ যতটুকু পারি আপনাদের হ্যাল্প করার চেষ্টা করবো। আজকের আর্টিকেলটি এখানেই সমাপ্ত আবারো দেখা হবে নতুন কোন বিষয়ের উপর আর্টিকেল নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
….
খোদা হাফেজ।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url