BPL 2025: বিপিএল ২০২৫ সময়সূচি স্কোয়াড ও দলের তালিকা যেনে নিন।
বাংলাদেশ প্রিমিয়ারলিগ বিপিএল ২০২৫ (BPL -2025): আসন্ন বাংলাদেশ প্রিমিয়ারলীগ বিপিএল কে সামনে রেখে প্রত্যেক দল তাদের পছন্দের দল সাজিয়ে নিয়েছে। তবে কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার অংশ নিচ্ছে না এবারের BPL 2025 ১১তম আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা মোট ৭টি। দলগুলো হচ্ছে: চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস, খুলনা টাইগারস, সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ারলীগ BPL 2025 আসরে টুর্নামেন্ট খেলার সংখা হচ্ছে ৪৬টি। বিপিএল২০২৫ শুরু হবে ১ জানুয়ারী ২০২৫ এবং শেষ হবে ১১ ফ্রেব্রুয়ারী ২০২৫।
বিপিএল এ কোন দল কতবার চ্যাম্পিয়ান হয়?
বিজয়ী দল | ট্রফির সংখ্যা | চ্যাম্পিয়ন সাল |
---|---|---|
কুমিল্লা | ৪টি | ২০১৫, ১৯, ২২, ২৩ |
ঢাকা | ৩টি | ২০১২,২০১৩,২০১৪ |
ফরচুন | ১টি | ২০২৪ |
রাজশাহী | ১টি | ২০২০ |
রংপুর | ১টি | ২০১ |
- চিটাগং কিংস টিম ২০২৫ প্লেয়ার লিস্ট।
- দুর্বার রাজশাহী টিম ২০২৫ প্লেয়ার লিস্ট।
- ঢাকা ক্যাপিটালস টিম ২০২৫ প্লেয়ার লিস্ট।
- খুলনা টাইগারস টিম ২০২৫ প্লেয়ার লিস্ট।
- সিলেট স্ট্রাইকার্স টিম ২০২৫ প্লেয়ার লিস্ট।
- রংপুর রাইডার্স টিম ২০২৫ প্লেয়ার লিস্ট।
চিটাগং কিংস স্কোয়াড
বাংলাদেশি ক্রিকেটার: সাকিব আল হাসান, রাহাতুল ফেরদৌস জাবেদ, মোহাম্মদ মিঠুন, শেখ পারভাজ জীবন, পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, শামীম হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মার্শাল আইয়ুব, মারুফ মৃধা, নাঈম ইসলাম।
বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ ওয়াসিম (জুনিয়র), মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, বিনুরা ফার্নান্দো, টম ও'কনেল, গ্রাহাম ক্লার্ক
দুর্বার রাজশাহী স্কোয়াড
বাংলাদেশি ক্রিকেটার: আনামুল হক বিজয়, মোহর শেখ আন্তর, এস এম মেহরাব হোসেন, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির হোসেন, তাসকিন আহমেদ, জিশান আলম, সানজামুল ইসলাম, আকবর আলী, হাসান মোরাদ, শফিউল ইসলাম।
বিদেশি ক্রিকেটার: লাহিরু সমরকুন, সাদ নাসিম।
ঢাকা ক্যাপিটালস স্কোয়াড
বাংলাদেশি ক্রিকেটার: লিটন কুমার দাস, হাবিবুর রহমান সোহান, মুস্তাফিজুর রহমান, শাহাদাত হোসেন দিপু, আবু জায়েদ চৌধুরী, আসিফ হাসান মিতুল, তানজিদ হাসান তামিম, মুকিদুল ইসলাম, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, মুশফিক হাসান।
বিদেশি ক্রিকেটার: শাহনেওয়াজ দাহানি, স্টিফেন এসকিনাজি, জনসন চার্লস, থিসারা পেরেরা, আমির হামজা, সাইম আইয়ুব।
খুলনা টাইগারস স্কোয়াড
বাংলাদেশি ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়,মোহাম্মদ হাসনাইন, মাহফুজুর রহমান, মাহিদুল অঙ্কন, হাসান মাহমুদ, আফিফ হোসেন, ইমরুল কায়েস, মোহাম্মদ নাঈম, নাসুম আহমেদ, আবু হায়দার রনি, জিয়াউর রহমান।
বিদেশি ক্রিকেটার: লুইস গ্রেগরি, ওশানে টমাস, মোহাম্মদ নওয়াজ।
সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড
বাংলাদেশি ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন (সিনিয়র), তানজিম হাসান সাকিব, জাকির হাসান, রোহী তালুকদার, জাকের আলী, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম।
বিদেশি ক্রিকেটার: পল স্টার্লিং, রিস জেমস টপলে, সামিউল্লাহ শিনওয়ারি, রাখিম কর্নওয়াল, জর্জ মুন্সি।
রংপুর রাইডার্স স্কোয়াড
বাংলাদেশি ক্রিকেটার: নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, তৌফিক খান তুষার, কামরুল ইসলাম রাব্বি, শেখ মাহেদী হাসান, নাহিদ রানা, সৌম্য সরকার, সাইফ হাসান, রাকিবুল হাসান (জুনিয়র), ইরফান শুক্কুর।
বিদেশি ক্রিকেটার: স্টিভেন টেলর, সৌরভ নেত্রভালকর, অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গাজানফর, কার্টিস কর্পূর, আকিফ জাভেদ।
ফরচুন বরিশাল স্কোয়াড
বাংলাদেশি ক্রিকেটার: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, তানভীর ইসলাম, রিপন মন্ডল, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন।
বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ নবী, পথুম নিসাঙ্কা, কাইল মায়ার্স, ডেভিড মালান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আলী, জাহানদাদ খান, জেমস ফুলার, নান্দ্রে বার্গার।
FAQ
বিপিএল BPL এর কিছু জ্ঞানমূলক প্রশ্নউত্তরঃ
১. বিপিএল ২০২৪ এর চ্যাম্পিয়ানদল কোনটি?
উত্তর: ফরচুন বরিশাল।
২. BPL সর্বাধিক চ্যাম্পিয়ন দল কোনটি?
উত্তর: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৪বারের শিরোপা জয়ী।
৩. BPL বিপিএল এ সর্বাধিক রানের সংখ্যা কার?
উত্তর: তামিম ইকবাল ২৯৩০ রান।
৪. BPL বিপিএল এ সর্বাধিক উইকেট সংখ্যা কার?
উত্তর: সাকিব আল হাসান ১৩২ উইকেট।
৫. BPL বিপিএল সর্বপ্রথম আসর কত সালে?
উত্তর: ২০১২ সাল।
৬. বিপিএল-২০২৪ সর্বোচ্চ উইকেট কার?
উত্তর: শরিফুল ইসলাম (১৮ উইকেট) |
---|
৭. বিপিএল-২০২৪ সর্বোচ্চ রান কার?
উত্তর: তামিম ইকবাল (১৮২৫ রান)
৮. বিপিএল এ সবচেয়ে বেশি ফাইনাল হেরেছে?
উত্তর: ফরচুন বরিশাল।
আশা করছি আপনারা সবাই বোঝতে পেরেছেন। অনেক কষ্ট করে টিউটোরিয়ালটি লিখলাম যদি আপনার কাছে EarningLive.Com সাইটের টপিকটি ভাল লাগে তাহলে আপনার কাছ থেকে সুন্দর একটি কমেন্ট আশাকরছি। যাতে করে পরবর্তী টিউটোরিয়াল লিখতে আরো উৎসাহিত হয়।
আপনাদের সকলের সহযোগিতা আশা করছি।
….….
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url