নতুন ব্লগ বা ওয়েব সাইটে কিভাবে আনলিমিটেড অর্গানিক ট্রাফিক আনবেন।
আস্সালামু আলাইকুম! কেমন আছেন সবাই আশাকরি আাল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন। সো আজকে “সুনামবিডিনেট” এ খুুবিই গুরুত্বপূর্ন টিউন নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের জানব যে নতুন ব্লগ বা ওয়েব সাইটে কিভাবে আনলিমিটেড অর্গানিক ট্রাফিক আনবেন। তা বিস্তারিত তথ্য আলোচনা করব। আপনি যদি এই তথ্য গুলো অনুসরণ করেন তাহলে আপনার ব্লগ বা ওয়েব সাইটে আনলিমিটেড ট্রাফিক আসবে।
আপনারা যারা এই টিউন পড়তেছেন তারা অবশ্যই একটি ব্লক বা ওয়েব সাইট তৈরি করেছেন, সেটা হোক ব্লগার সাইট বা ওয়ার্ডপ্রেস সাইট। আপনারা জানেন যে ব্লগার সাইট তৈরি করা খুবিই সহজ কিন্তু ব্লগে ট্রাফিক আনা অনেক কঠিন ব্যাপার।
সো এই জন্য আজকে আমি আপনাদের ২০টি টিপস দিচ্ছি যা আপনারা আপনাদের ব্লগে ব্যবহার করতে হবে
কিভাবে নতুন ব্লগ বা ওয়েব সাইটে ট্রাফিক বাড়ানো যায়,
আজকের এই টিউনে প্রশ্নগুলোর উত্তর পাবেন। কাজেই আপনি যদি এই টিউনটি মনযোগ দিয়ে পড়েন তাহলে আপনি আপনার ব্লগার বা ওয়েব সাইট কে র্যাংক পেতে অনেক উপকার আসবে।
সো আমরা প্রথমে জানবো, ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক কি?
ভজিটর হচ্ছে ওয়েব সাইটের প্রাণ ভিজিটর ছাড়া আপনার সাইটের কোন মূল্য নেই। উদাহরণ যেমন আপনি কষ্ট করে একটি দোকান তৈরি করলেন সেই দোকানে অনেক রকম মালামাল দিয়ে সাজিয়ে দোকানটি কে সুন্দর করে গড়ে তোললেন এখন দোকানে যদি কাস্টুমার না আসে তখন আপনার দোকানের কোন মূল্য নেই এবং বেচা-কেনা ও হবেনা। ঠিক তদ্রুপ আপনি দীর্ঘ দিন লাগিয়ে একটি ওয়েব সাইট তৈরি করলেন এবং দিনের পর দিন সময় দিয়ে ওয়েব সাইটটি কে কাষ্টুমাইজ করে অনেক পোষ্ট ও করলেন এখন যদি আপনার সাইটে ভিজিটর না আসে তাহলে কেমন হবে। আপনার সাইটে এতো কষ্ট করে পোষ্ট করলেন আপনার পোষ্ট যদি কেউ না দেখে তাহলে এই পোষ্টের কোন মূল্য নেই। যদি আপনার ভিজিটর না আসে তাহলে মনিটেইজেশন পাবেন না এবং আপনার ইনকাম ও হবে না। সো আশাকরি ভিজিটর বা ট্রাফিক কি আমি আপনাদের বোঝাতে পেরেছি।
ওয়েব সাইটে আর্টিকেল লেখার একমাত্র উদ্দেশ্যই হলো ভিজিটর বা ট্রাফিক আনাটা। এখন প্রশ্ন হলো কেন? একটি ওয়েব সাইটে যত বেশি পরিমাণ ভিজিটর বা ট্রাফিক আসবে ততটাই বেশি সুযোগ হবে ইনকাম করার। আপনার ওয়েব সাইটে প্রতিদিন যদি প্রতিদিন ভালো পরিমাণ ভিজিটর বা ট্রাফিক আসে তাহলে গুগল এডসেন্স এর অ্যাড ব্যবহার করে আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। আজকাল ওয়েব সাইটের ব্যবসা অনেক লাভজনক প্রমাণিত হয়েছে। এই ব্যবসার মূল ধন হচ্ছে ভিজিটর বা ট্রাফিক।
কীভাবে ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়ানো যায়?
আপনারা যারা ওয়েব সাইটের জগতে নতুন তাদের মনে খুব কমন একটি প্রশ্ন হলো, কিভাবে ওয়েব সাইটের ভিজিটর (visitor) বা ট্রাফিক বাড়ানো যায়। তো চলুন যেনে নেওয়া যাক কিভাবে আপনার ওয়েব সাইটে ভিজিটর বা ট্রাফিক বাড়ানো যায়।
সার্চ ইঞ্জিন (Search engine)
আপনার ওয়েব সাইটে ভিজিটর বা ট্রাফিক বাড়ানোর সবচেয়ে কার্যকরী ও গুরুত্বপূর্ণ উপায় হলো সার্চ ইঞ্জিন (Search engine) বর্তমানে ইন্টারনেটে অনেক সার্চ ইঞ্জিন রয়েছে, অন্যান্য সার্চ ইঞ্জিনের তুলনায় গুগল সার্চ ইঞ্জিন (Google Search engine) থেকে আপনার ৯০% অর্গানিক ট্রাফিক (organic traffic) আসে। এছাড়া ও আপনি অন্যান্য সার্চ ইঞ্জিন ব্যবহার করে আপনার সাইটে ট্রাফিক বা ভিজিটর বাড়াতে পারবেন। যেমন গুগল (google), বিং (Bing), ইয়াহু (Yahoo) অধিক ব্যবহৃত ও খুবিই জনপ্রিয়। এই সার্চ ইঞ্জিনগুলোর মাধ্যমে আপনি খুব সহজে ও সফলতার সাথে আপনার ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়িয়ে নিতে পারবেন। গুগল থেকে ভিজিটর পাওয়ার জন্য আপনাকে আপনার ওয়েব সাইটটি কে google search console এ গিয়ে রেজিস্টার করে ভেরিফাই করে নিতে হবে। google search console এ আপনার ওয়েব সাইট জমা দেওয়ার পর, প্রায় দুয়েক দিনের ভিতরে আপনার ওয়েব সাইটটিকে গুগল তার সার্চ রেজাল্টে দেখানো শুরু করতে থাকবে।
ওয়েব সাইটের আর্টিকেলে SEO এর ব্যবহার করুন
ওয়েব সাইটে ভিজিটর বা ট্রাফিক আনার জন্য আপনার প্রত্যেকটি পোষ্টকে seo করতে হবে। মনে রাখবেন অর্গানিক ভিজিটর পাওয়ার জন্য seo এর গুরুত্ব অপরিসীম। SEO এর পূর্ণরূপ হচ্ছে search engine optimization এটার ব্যবহার করে আপনার ওয়েব সাইটে আর্টিকেল লিখতে হবে। তা না হলে google থেকে ফ্রি অর্গানিক ভিজিটর পাওয়াটা আপনার জন্য অনেক কঠিন ব্যপার হয়ে দাঁড়াবে।
এসিও (SEO) ফ্রেন্ডলি রাইটিং
ওয়েব সাইটে ভিজিটর পাওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো search engine optimization (এসিও) রিলেটেড আর্টিকেল পোষ্ট করা। seo বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এমন একটি কৌশল যাতে আপনার পোষ্ট করা আর্টিকেলটি গুগল রেংকে সবার উপরে থাকে। অর্থাৎ আপনার আর্টিকেল পোষ্ট গুগলের হোম পেইজে থাকবে। গুগল থেকে এসিও করে ভিজিটর পাওয়ার জন্য আপনাকে এসিও সম্পর্কে পূর্ণ জ্ঞান বা ধারনা থাকতে হবে। এতে করে আপনার ওয়েব সাইটে ভিজিটর ক্রমে ক্রমে বাড়তে থাকবে। একটি জিনিষ মনে রাখবে আর্টিকেল এসিও ফ্রেন্ডলি হওয়া অত্যন্ত জরুরি। আর না হয় google search console এ আপনার ওয়েব সাইটি অ্যাড করলেও ভিজিটর পাবেন না। সুতরাং এসিও (SEO) ফ্রেন্ডলি রাইটিংস পোষ্ট করে আপনি খুব সহজেই আপনার ওয়েব সাইটের ভিজিটর বা ট্রাফিক বাড়াতে পারবেন।
আপনার ওয়েব সাইটে কিভাবে ভিজিটার বা ট্রাফিক বাড়বে
ওয়েব সাইটি বেশি বেশি ভিজিটর বা ট্রাফিক পেতে হলে আপনাকে নিয়মিত আর্টিকেল লিখে যেতে হবে। আর আপনার অনাগ্রহ কিংবা অলসতার মনোভাব তৈরি হলে কোনাদিই আপনি আপনার লক্ষে পৌছাতে পারবেন না এবং আপনার ওয়েব সাইটে ভিজিটরের সংখ্যা বাড়ার পরিবর্তে কমতে থাকবে।
সোশ্যাল মিডিয়া
ওয়েব সাইটে ভিজিটর বা ট্রাফিক বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া হতে পারে অত্যন্ত কার্যকরী একটি মাধ্যম। বর্তমান যুগে আমরা ৯৯% লোকেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। যেমন ফেজবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি এগুলো মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইটে ভিজিটর বা ট্রাফিক বাড়াতে পারবেন। সো মনে রাখবেন ভিজিটর হচ্ছে ওয়েব সাইটের প্রাণ কাজেই আপনার ওয়েব সাইটে যত বেশি ভিজিটর বা ট্রাফিক আসবে আপনার তত বেশি ইনকাম বাড়বে।
….
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url