অনলাইনে মেডিকেল রিপোর্ট চেক

আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! কেমন আছেন সবাই আশাকরি মহান আল্লাহ তায়ালার অশেষ মেহের বাণীতে সকলেই ভালো আছেন।

আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি টিউন নিয়ে আজকের টিউনের বিষয় হলো কিভাবে অনলাইনে মেডিকেল রিপোর্ট চেক করবেন।
 
Medical Report Check Online  - বর্তমান সময়ে মেডিকেল রিপোর্ট টেস্ট এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার সাথে আমরা সবাই পরিচিত। বিশেষ করে যারা বিদেশ ভ্রমণ বা সামরিক চাকরি ইত্যাদি কাজের জন্য আমাদেরকে মেডিকেল রিপোর্ট চেস্ট করতে হয়। আমরা মেডিকেল টেস্ট বিষয়টির সাথে পরিচিত।

প্রথমে আমরা জানবো মেডিকেল রিপোর্ট কি?  

মেডিকেল টেস্ট হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রোগ নির্ণয় বা সনাক্ত করা হয় । মেডিকেল রিপোর্ট চেক করার কারণ হচ্ছে কোন রোগ বা শারিরকি সমস্যা আছে কিনা তা চেক করার জন্য। বর্তমান সময়ে মেডিকেল টেস্ট ব্যাপক প্রচলন।

মেডিকেল চেস্ট কোথায় করবেন?

অনলাইনে মেডিকেল রিপোর্ট চেক করানোর পূর্বে অবশ্যই আগে আপনাকে গামকা কেন্দ্র থেকে স্লিপ সংগ্রহ পূর্বক গামকা অনুমোদিত মেডিকেল থেকে টেস্ট করাতে হবে।
  • ঢাকা গামকা নির্ধারিত মেডিকেল রয়েছে মোট ২৬টি।
  • চট্রগ্রাম গামকা মেডিকেল রয়েছে ৩টি।
  • সিলেট গামকা মেডিকেল রয়েছে ৪টি।

উপরে বর্ণিত যে কোন একটি মেডিকেলে আপনাকে মেডিকেল চেস্ট করিয়ে স্লিপ সংগ্রহ করে নিতে হবে।

অনলাইনে মেডিকেল রিপোর্ট চেক - (Medical Report Check Online) - 

মেডিকেল রিপোর্ট চেক আপনি ২টি জিনিষ দ্বারা করতে পারবেন।(Check medical status) 
  1. passport No and nationality দিয়ে।
  2. GCC slip number দিয়ে।

মেডিকেল রিপোর্ট চেক করার জন্য প্রথমে আপনাকে একটি ওয়েব সাইটে যেতে হবে সাইট লিংক https://v2.gcchmc.org/medical-status-search/

মেডিকেল রিপোর্ট অনলানে কিভাবে চেক করবেন। Medical Report Check Online Bangladesh - Sunamtrick.xyz

Medical Report Check Online
 

ওয়েব সাইটে প্রবেশ করার পর উপরে উল্লেখিত স্ক্রিনসটের মতো দেখতে পারবেন। 

  1. পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল রিপোর্ট চেক করতে চান তাহলে By passport № and nationality অপশনে ক্লিক করে আপনার কাঙ্খিত পাসপোর্ট নাম্বারটি লিখুন তারপর Nationality সিলেক্ট করুন যদি আপনি বাংলাদেশ থেকে মেডিকেল করিয়ে থাকেন তাহেল Nationality দিবেন  Bangladeshi তারপর নিচের ক্যাপচাটি লিখে Generate অবসনে ক্লিক করুন। 
  2. আর যদি GCC slip number দিয়ে দেখতে চান তাহলে  By GCC slip number ক্লিক করে আপনার স্লিপ নাম্বারটি লিখুন তারপর ক্যাপচা পূরণ করে Generate অবসনে ক্লিক করুন। 
 সবকিছু ঠিকঠাক থাকলে দেখবেন আপনার ছবিসহ মেডিকেল রিপোর্টের সকল তথ্য আপনি দেখতে পারবেন। আপনি যদি মেডিকেল রির্পোটে ফিট হন তাহলে সবুজ কালি দিয়ে ডান পাশে "Fit" লেখা দেখতে পারবেন। আর যদি আনফিট হন তাহলে লাল কালি দিয়ে "UnFit" লেখা দেখতে পারবেন। 

মেডিকেলে যে রোগ থাকলে আনফিট করা হয়?

১। HIV - এইচআইভি।
২। চর্ম রোগ খুব বেশি থাকলে।
৩। জন্ডিস থাকলে।
৪। হার্টের সমস্যা থাকলে।
৫। শ্বাসকষ্ট বা হাঁপানি থাকলে।
৬। মহিলাদের বেলায় যদি গর্ভবতী থাকে।
এই সকল রোগ গুলো বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। 
 
শেষ কথাঃ- আশাকরি মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম জানতে পেরেছেন। তাছাড়া কেউ যদি না বুঝে থাকেন তাহলে আমাদের কে কমেন্ট করে জানিয়ে দিন আমরা আপনাদের হ্যাল্প করার চেষ্ট করবো ইনশা-আল্লাহ।সো ভালো থাকবেন সুস্থ্য থাকবেন দেখা হবে আবার নতুন কোন বিষয়ের উপর নতুন টিউন নিয়ে। 

আশা করছি আপনারা সবাই বোঝতে পেরেছেন। অনেক কষ্ট করে টিউটোরিয়ালটি লিখলাম যদি আপনার কাছে EarningLive.Com সাইটের টপিকটি ভাল লাগে তাহলে আপনার কাছ থেকে সুন্দর একটি কমেন্ট আশাকরছি। যাতে করে পরবর্তী টিউটোরিয়াল লিখতে আরো উৎসাহিত হয়।

আপনাদের সকলের সহযোগিতা আশা করছি। 
….
….
——
যোগাযোগঃ
….
Facebook ID ••••→→মেসেজ করুন
•••
Telegram Group :- EarningLive জয়েন্ট হয়ে যাবেন।
……….
Masud Ahmed

পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন l ভাল লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন।
 
আলহাফেজ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url