অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

আস্সালামু আলাইকুম! কেমন আছেন সবাই আশাকরি সবাই ভালো আছেন। আজকের এই টিউনে দেখাবো HSC Result 2024 কবে প্রকাশ হবে এবং HSC Result 2024 কিভাবে অনলাইনে চেক করবেন। সো অবশ্যই যারা এইচ এসসি পরীক্ষার্থী তারা মনযোগ সহকারে আজকের এই টিউনটি ভালোভাবে পড়ে নিবেন।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামী ১৫ অক্টোবর প্রকাশ হতে যাচ্ছে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল। (১৫ অক্টোবর আগামী সোমবার) সকাল সাড়ে ১০টায় পরীক্ষার ফল একযোগে স্ব স্ব কেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে।

এক নজরে
অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
HSC Result- এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
মোবাইল দিয়ে এইচএসসি রেজাল্ট কিভাবে দেখবো
SMS এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
HSC Result 2024 Mobile Apps
আলিম পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
মাদ্রাসা বোর্ড রেজাল্ট দেখার নিয়ম 
online hsc result check 2024

 অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম-২০২২

অনলাইনে HSC রেজাল্ট কিভাবে দেখব? কবে HSC Result প্রকাশ হবে?  এ এটা নিয়ে বোধ হয় সবাই চিন্তিত রয়েছে? সো আমি আজকে খুব সহজ উপয়ে দেখাবে কিভাবে এইচএসসি রেজাল্ট দেখতে হয়। আগামী ১৫ অক্টোবর রোজ সোমবা এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে জানিয়েছেন শিক্ষাবোর্ড। রেজাল্ট অনলাইনে প্রকাশিত হওয়ার পর থেকে আপনারা আপনাদের হাতের স্মার্টফোন অথবা ল্যাপটপ/কম্পিটারের মাধ্যমে নিজেই নিজের রেজাল্ট দেখতে পারবেন। তাছাড়া যাদের স্মার্টফোন নেই তারা তাদের হাতের বাটন ফোন দিয়ে SMS এর মাধ্যমে খুব সহজে এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন। 

 এইচএসসি রেজাল্ট কিভাবে দেখবো-২০২৪

Hsc result আপনি তিনভাবে জানতে পারবেন। যথা,

  • অনলাইনের মাধ্যমে
  • এসএমএস এর মাধ্যমে
  • প্রতিষ্ঠান থেকে

 অনলাইনে Hsc result কিভাবে দেখবো

অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার জন্য প্রথমে আপনি আপনার হাতের স্মার্টফোন অথবা ল্যাপটপ/কম্পিউটারের যে কোন একটি ব্রাউসারে জান যেমন google chrome, Operamini, Mozilla Firefox যেকোন একটি ব্রাউসারে যার তারপর লিখন অথবা নিচের লিংকে ক্লিক করুন। http://www.educationboardresults.gov.bd/

 

  • Examinatio : HSC/Alim সিলেক্ট করুন।

  • Year : 2024 পরীক্ষার বছর সিলেক্ট করুন।

  • Board : এখানে আপনি আপনার বোর্ড সিলেক্ট করুন।

  • Roll : আপনার রোলটি লিখুন।

  • Reg: no : এখানে আপার Registration নাম্বারটি লিখুন।

  • Captcha : এখানে যত লেখা থাকবে তা যোগ করে খালি ঘরে লিখুন।

  • সবকিছু সঠিক হলে এবার আপনি Submit লিখাতে ক্লিক করুন।

ব্যাস আপনি আপনার এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন।

সকল বোর্ড

ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট 
বরিশাল বোর্ড এইচএসসি রেজাল্ট 
চট্রগ্রাম বোর্ড এইচএসসি রেজাল্ট 
কমিল্লা বোর্ড এইচএসসি রেজাল্ট 
যশোর বোর্ড এইচএসসি রেজাল্ট 
রাজশাহী বোর্ড এইচএসসি রেজাল্ট 
সিলেট বোর্ড এইচএসসি রেজাল্ট 
দিনাজপুর বোর্ড এইচএসসি রেজাল্ট 
ময়মনসিংহ বোর্ড এইচএসসি রেজাল্ট 
মাদ্রাসা বোর্ড আলিম রেজাল্ট 
টেকনিক্যাল বোর্ড এইচএসসি রেজাল্ট 

 SMS এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম-২০২৪

এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য যে পদক্ষেপগুলো আপনাকে অনুসরণ করতে হবে তা নিচে দেওয়া হলো:
সাধারণ শিক্ষা বোর্ড : HSC<স্পেইজ>বোর্ডের প্রথম ৩ অক্ষর  যেমন DHA <স্পেইজ>রোল<স্পেইজ>সাল এবং পাঠিয়ে দিন ১৬২২২নম্বরে।
উদাহরণ:  HSC  DHA  123456   2024 টাইপ করে এসএমএস পাঠিয়ে দিন 16222 নম্বরে।
 
মাদ্রাসা বোর্ড : ALIM<স্পেইজ>বোর্ডের প্রথম ৩ অক্ষর  যেমন MAD <স্পেইজ>রোল<স্পেইজ>সাল এবং পাঠিয়ে দিন ১৬২২২নম্বরে।
 উদাহরণ:  ALIM  DHA  123456   2024 টাইপ করে এসএমএস পাঠিয়ে দিন 16222 নম্বরে।
চার্জ ২.৩০ টাকা প্রতি এসএমএস এ। 

আশা করছি আপনারা সবাই বোঝতে পেরেছেন। অনেক কষ্ট করে টিউটোরিয়ালটি লিখলাম যদি আপনার কাছে EarningLive.Com সাইটের টপিকটি ভাল লাগে তাহলে আপনার কাছ থেকে সুন্দর একটি কমেন্ট আশাকরছি। যাতে করে পরবর্তী টিউটোরিয়াল লিখতে আরো উৎসাহিত হয়।

আপনাদের সকলের সহযোগিতা আশা করছি। 
….
….
——
যোগাযোগঃ
….
Facebook ID ••••→→মেসেজ করুন
•••
Telegram Group :- EarningLive জয়েন্ট হয়ে যাবেন।
……….
Masud Ahmed

পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন l ভাল লাগলে লাইক দিয়ে কমেন্ট করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url